Best Organic Henna Products – Henna Art By Sagorika

প্রিজারভেশন তথ্য

আপনার অর্ডার হাতে পাওয়ার সাথে সাথে আপনার ফ্রিজের ডিপ বিভাগে অর্গানিক মেহেদি কোন রাখুন। দয়া করে মেহেদি আপনার ফ্রিজের সাধারন বিভাগে রাখবেন না। বাহিরে অথবা সাধারন বিভাগে রাখলে অরগানিক হেনা কোন নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই ফ্রিজের ডিপেই রাখতে হবে।  

ব্যবহার বিধি ও যত্নঃ

  • মেহেদি ব্যবহার এর অন্তত ৩০ মিনিট আগে তা ডিপ ফ্রিজ থেকে বের করে রাখুন।
  • হাতে মেহেদি লাগানোর আগে অবশ্যই সাবান অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিন।
  • মেহেদি মুখের অংশ থেকে হালকা চাপ দিয়ে একটু বের করে বাকি টুকু ব্যবহার করুন।
  • সেরা ফলাফলের জন্য ১০/১২ ঘন্টা ত্বকে লাগিয়ে রাখুন।কমপক্ষে ৬ ঘন্টা রাখতেই হবে।কিন্তু আকাক্ষিত ফলাফল পাওয়ার জন্য বেশি সময় রাখা আবশ্যক।
  • মেহেদির রঙ হাতে দীর্ঘস্থায়ী লেবু সিলান্ট ব্যবহার করুন।মেহেদি যখন অর্ধেক শুকিয়ে যাবে এরপর দুই চামুচ লেবুর রস ও এক চামুচ চিনি হালকা একটু গরম করে তুলা দিয়ে আলতো করে ট্যাপ করে মেহেদির উপর লাগাবেন।সিলান্টে পানি ব্যবহার না করাই ভালো।সিলান্ট অবশ্যই আঠালো হতে হবে।
  • পানি ব্যবহার করে মেহেদি তুলবেন না।মেহেদি উঠানোর আগে হাতে সরিষার তেল লাগিয়ে এরপর আলতভাবে ঘষে উঠাতে হবে।
  • মেহেদি উঠানোর পর হাতে সরিষার তেল/ভিক্স/ভ্যাসলিন লাগিয়ে নিন।যেকোন একটি লাগালেই মেহেদির রঙ গাড় হতে সাহায্য করবে।
  • মেহেদি উঠানোর পর হাতে পানি ব্যবহার করা থেকে বিরত থাকার চেষ্টা করুন ১২/২০ ঘন্টা।এতে মেহেদির রঙ আস্তে আস্তে ঘাঢ় হতে থাকবে।
  • অর্গানিক মেহেদি দিয়ে হাতে ঘাঢ় রঙ পেতে আপনাকে ৪৮ ঘন্টা অপেক্ষা করতে হবে।মেহেদি উঠানোর পর রঙটি কমলা হবে আস্তে আস্তে গাঢ় হতে থাকবে।

  • বিঃদ্রঃ আপনার বিশেষ দিনে মেহেদির গাঢ় পেতে অবশ্যই ২ দিন আগে মেহেদি লাগেতে হবে।